নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণিজন সম্মাননা পদক পেলেন,পত্রিকাটির প্রধান উপদেষ্টা ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য লালমোহন তজুমদ্দিন এর মাটি ও মানুষের প্রিয় নেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
গত (১৩ জানুয়ারী) শুক্রবার রাজধানীর মিরপুর বিশ্ব বিদ্যালয় কলেজ হলরুমে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সম্পাদক খান সেলিম রহমান এর সভাপতিত্বে, দৈনিকের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় ও প্রতি বছরের ন্যায় সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় বিশিষ্টজনদের গুণিজন সম্মাননা পদক প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার প্রধান উপদেষ্টা ভোলা-৩ আসনের সংসদ সদস্য লালমোহন তজুমদ্দিন এর মাটি ও মানুষের প্রিয় নেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির হাতে সম্মাননা পদক তুলে দেন মাতৃজগত পত্রিকা’র সম্পাদক খান সেলিম রহমান ও অনুষ্ঠানের সকল বিশেষ অতিথিসহ পত্রিকাটির বিভিন্ন জেলা উপজেলা হতে আগত সকল সাংবাদিক।
এসময় প্রধান উপদেষ্টা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি উপস্থিত সকল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা সমাজের দর্পণ বর্তমান সরকার কখনোই কারও কণ্ঠ রোধ করেনা।
সবাই সত্য সঠিক সংবাদ লিখে জনগণকে উপহার দিবেন।
আমি মাতৃজগত পত্রিকার উপদেষ্টা হতে পেরে গর্বিত, আপনারা সবাই আমার পরিবারের সদস্য।
আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি কে গুণিজন সম্মাননা পদক দেওয়ার ব্যাপারে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমান এর সাথে গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করলে তিনি বলেন, আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি আমাদের পত্রিকা’র উপদেষ্টা এ জন্য তাকে গুণিজন সম্মাননা পদক দেওয়া হয়নি।
তিনি বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে লালমোহন তজুমদ্দিন উপজেলার লক্ষাধিক কর্মহীন মানুষকে সরকারি বরাদ্দের পাশাপাশি নিজ অর্থায়নে দিয়েছেন খাদ্য সহায়তা শুধু করোনা কালেই নয়, যেকোনো প্রাকৃতিক দূর্যোগের সময় তিনি হাজারো অসহায় মানুষের পাশে দাঁড়ান কখনোই তার নিকটে গিয়ে কেউ খালি হাতে ফেরত আসেনা।
তিনি সরকারি অর্থায়নে বাঁধ নির্মাণ করে মেঘনা নদীর ভাঙ্গন থেকে রক্ষা করেছেন হাজার হাজার মানুষকে।
এলাকার রাস্তা ঘাট,স্কুল কলেজ খেলার মাঠ নির্মাণ ও সংস্কারে তার কোনো জুরি নেই।
প্রকৃত পক্ষে আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি একজন গণমানুষের নেতা যার হৃদয়ে রয়েছে, অসহায় ক্ষুদার্থ নির্যাতিত নিপিড়ীত মানুষের প্রতি ভালোবাসা, তাই আমাদের পত্রিকার পক্ষ থেকে তাকে এই সম্মাননা পদক প্রদান করা হলো।