স্টাফ রিপোর্টার ঃসাভারের উত্তরণ পল্লীতে গৃহহীন বেদেদের নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান প্রধান অতিথি হিসেবে ঘর হস্তান্তর করেন।
উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার এসপি এবং সদ্য পদোন্নতি প্রাপ্ত এডিশনাল ডিআইজি মারুফ হোসেন সরদার, সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, পৌর মেয়র হাজী আব্দুল গণি, মাসুদ চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা আওয়ামীলীগ, পাকিজা গ্রুপে চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ। পাকিজা গ্রুপের ঘর হস্তান্তর শেষে অতিথিরা উত্তরণ পল্লীর এক’শ বেদে পরিবারের মাঝে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, লালন-পালনের জন্য পাঁচটি করে মুরগী, ডিআইজি হাবিবুর রহমানের বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত রাবেয়া আলী জামে মসজিদে মুসল্লিদের জন্য জায়নামাজ প্রদান করেন। শেষে উত্তরণ পল্লীর পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।
উল্লেখ্য উত্তরণ পল্লীতে এ পর্যন্ত প্রায় ৫০টি ঘর নির্মান করে ইতিপূর্বে হস্তান্তর করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আরো ৩৫টি ঘর নির্মান করে বেদে জনগোষ্ঠীর মাঝে হস্তান্তর করা হবে।