গতকাল ০৯.০৯.২০২২ তারিখ শুক্রবার বিকাল ৩.৩০ মিনিটে যমুনা ফিউচার পার্কে ফ্রাইডেস ফাস্টফুড এন্ড রেস্টুরেন্টে গোল্লাছুট পরিবারের গোল্লাছুট ফাউন্ডেশন এর জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফাউন্ডেশনের সভাপতি লিমা সুলতানা। প্রাণবন্ত অনুষ্ঠানটিতে নির্বাহী পরিষদের সদস্যগণসহ ফাউন্ডেশনের সম্মানিত সদস্যগণ অংশগ্রহণ করে মুল্যবান মত প্রকাশ করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করেন।
সভায় উপস্থিত ছিলেন লিমা সুলতানা (সভাপতি), মোঃ নজরুল ইসলাম (সহ সভাপতি), মাহফুজুর রহমান বিপ্লব (সহ সাধারণ সম্পাদক), খন্দকার আল-আমিন (সহ সাধারণ সম্পাদক), শাহনাজ পারভীন (অর্থ সম্পাদক), ইসমত আরা (সাংস্কৃতিক সম্পাদক), সালমা আজম, ডাঃ রাফেজা সুলতানা (বিসিএস স্বাস্থ্য), কবি ও সাহিত্যিক মাহবুবা ফারুক, নাজলা ফাতমী, মুননাজ ইতি, ইলোরা রাজ্জাক, মরিয়ম বেগম তিশা, লাবন্য সীমা, সাইফুল মালেক, মোস্তফা কামাল, মমতা মায়া, সাঈদা আক্তার, সংগীতশিল্পী লক্ষি রায় প্রেমা, অভিনেত্রী সুলতানা চৌধুরী শিশুশিল্পী ফাতিন নূর আমিন, আনিশা আমিন, অভ্র, এবং গোল্লাছুট পরিবারের সবচেয়ে ক্ষুদে শিল্পী আজমেরি তাজ মৃত্তিকা (তাজমনি)সহ আরো অনেকে।