বানী ইসরাইল (হিটলার):
রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলামের কাছে একটা ভাসাভাসা খবর আসে যে রাজবাড়ীর এক তরুণীকে রাজশাহীর গোদাগাড়ী থানার চর আষাড়িয়াদহ সীমানা দিয়ে ভারতে পাচার করা হচ্ছে। গোদাগাড়ী সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন যে চর আষাড়িয়াদহ কতটা দুর্গম। খবরের সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ সুপার স্যারের নির্দেশনায় ওসি সেই দুর্গম চরে প্রেমতলি তদন্ত কেন্দ্রের এএসআই রাসেল রানাকে টিমসহ প্রেরণ করেন। সীমান্তবর্তী চোরাচালান প্রবণ এলাকা হওয়ায় সেখানে পোশাকধারী পুলিশের উপস্থিতি পেলে কুমতলবি লোকেরা পালায়। পুলিশের উপস্থিতি পেয়ে দুষ্টু লোকেরা পালিয়ে গেলে সেই তরুণীকে উদ্ধার করা হয়।সেই নারী(৩০)কে জিজ্ঞাসাবাদে জানা যায়,তার বাড়ি রাজবাড়ী জেলার সদর থানায়, স্বামী মধ্যপ্রাচ্য প্রবাসী।তার ছয় বছর বয়সী একটা বাচ্চা আছে। পশ্চিম বাংলার ইসমাইল নামক এক ব্যক্তির সাথে তার হোয়াটসঅ্যাপে সম্পর্ক হয়ে গেলে সেই ব্যক্তি তাকে দেশত্যাগে প্রলুব্ধ করে এবং তারই নির্দেশনায় নারীটি ভারত যাওয়ার জন্য সুদূর রাজবাড়ী থেকে আষাড়িয়াদহের চরে চলে আসে। ইসমাইল স্থানীয় দালালের মাধ্যমে তাকে পাচার করতে চেয়েছিল। কিন্তু, রাজশাহী জেলা পুলিশের কার্যকর পদক্ষেপে উনি রক্ষা পেলেন। উদ্ধার হওয়া নারীকে তার স্বজনের জিম্মায় দেয়ার প্রক্রিয়া চলছে।