রাজশাহীর গোদাগাড়ীতে ভাটো পাড়া তরুন সংগ আয়োজিত ফুট বল টুনামেন্ট। ভাটোপাড়া তরুণ সংঘ আয়োজিত একদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট ২০২২ রোজ শুক্রবার ০৭/১০/২২ ইং অনুষ্ঠিত হয় ।
ফুটবল খেলা উপভোগ করে স্থানীয় জনগন অনেক আনন্দ উল্লাস দর্শক খেলা দেখেন দূর দূরন্ত থেকে আসেপাশের লোকজন উৎফুল্ল হয়।
ভাটোপাড়া ফুটবল মাঠে এই টুর্নামেন্টে প্রধান অতিথি মোঃ ফারুক সরকার সিজার বিশিষ্ট সমাজসেবক বিশেষ অতিথি মোঃ বানী ইসরাইল হিটলার সাংবাদিক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা ও টিভি । বিশেষ অতিথি আলহাজ্ব মোখলেসুর রহমান সাবেক মেম্বার ৬ নং ওয়ার্ড মাটিকাটা ইউপি ও আহসান হাবীব ডিউ সাধারণ সম্পাদক গোদাগাড়ী উপজেলা যুব মৈত্রী ।
ভাটোপাড়া নবরূপ সংঘ চ্যাম্পিয়ন দল সাংবাদিক মোঃ বানী ইসরাইল হিটলার জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা ও টিভি ও রানা আপ দল হামিসা সংঘ মোঃ নূর হামিম
আরো উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ গন। খেলাটা সারাদিনব্যাপী আটটি দল অংশগ্রহণ করে। এই খেলায় চ্যাম্পিয়ন হয় ভাটোপাড়া নবরূপ সংঘ এবং রানার আপ হয় হামিসা সংঘ । খেলা শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ বিজয় ও রানারআপ দলকে পুরস্কৃত বিতরন করেন।