নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর গোদাগাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বসন্তপুর জামাদানী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার দুই যুবক মোটরসাইকেলযোগে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বসন্তপুর জামাদানী মোড় এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। নিহত যুবকের নাম শাহাদাত হোসেন (১৮), তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার মো. আপেলের ছেলে।
অপর আহত ব্যক্তি আবু সাইদ (১৮), তিনি একই এলাকার আব্দুল আজিদের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটে।