রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন হরিশংকরপুর গ্রামের হরির ঘাটস্থ জনৈক মোঃ আরিফ (৩৫), পিতা-মোঃ আব্দুসসোবহান এর মুদি দোকানের পশ্চিম দিক সংলগ্ন আম বাগানের ভিতর ০১ জন ব্যক্তি ভারতীয়
আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ অবস্থান করছিল।
এসময় র্যাবের উপস্থিতি টের পাইয়া ০১ জন ব্যক্তি তাহার ডান হাতে থাকা প্লাস্টিকের নেট (জালি) বস্তাসহ পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উক্ত ব্যক্তিকে ঘটনাস্থলেই বস্তাসহ হাতে-নাতে আটক করা হয়। ৯৮ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৫,অদ্য ২০ জুন ২০২২ তারিখ ২২.৩০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন হরিশংকরপুর গ্রামেরহরির ঘাটস্থ জনৈক মোঃ আরিফ (৩৫), পিতা-মোঃ আব্দুস সোবহান এর মুদি দোকানের পশ্চিম দিক সংলগ্ন আম বাগানের ভিতর অপারেশন পরিচালনা করে ৯৮ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল ফোন ১টি সীমকার্ড
উদ্ধার করেন। এবং আসামী ১। মোঃ ইলিয়াস হোসেন (৪০), পিতা-মৃত আঃ খালেক, সাং-ভাটোপাড়া (ফুলতলা), থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে গ্রেফতার করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ধারা-১৯৭৪ এর ২৫-ই(১)(ন) ধারার মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।