নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে পরিচালনা করে রাজশাহী জেলা ডিবি পুলিশ।
পুলিশ সুপার, রাজশাহী মোঃ সাইফুর রহমান, পিপিএম (বার) দিক নির্দেশনায় ওসি ডিবি মুহাম্মদ রুহুল আমিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ইনামুল ইসলাম এর নতেৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ইং ১৮/০৫/২০২৪ তারখি ২২.৩০ ঘটিকার সময় গোদাগাড়ী উপজেলা উজান পাড়া গ্রামের মোঃ আব্দুল মালিকের ছেলে মোঃ জুয়েল রানাকে তার বসতবাড়ির
মেইন গেটের সামনে দেহ তল্লাশীকালে তার পরিহিত লুঙ্গীর সামনের ডান কোচর হতে ০১টি সাদা স্বচ্ছ পলিথিনের প্যাকেটে মুখ বন্ধ অবস্থায় রক্ষিত বাদামী বর্ণের গুড়া পদার্থ হেরোইন ১৮০ গ্রাম উদ্ধার করে । রাজশাহী জেলা ডিবি পুলিশ গ্রেফতার করে।
ধৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মামলা নং-৩৬, তাং-১৯/০৫/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ৮(গ)/৪১ রুজু হয়ছে। মামলাটি তদন্তাধীন।