মোঃ বানী ইসরাইল হিটলার স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী গোদাগাড়ীতে ২৫ (পঁচিশ) গ্রাম হেরোইন সহ ০১ জন আসামী গ্রেফতার । পুলিশ সুপার, রাজশাহী এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তী দিক নির্দেশনায় ওসি ডিবি মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ রুহুল আমিন সহ এসআই (নিঃ) মোঃ বদিউজ্জামান ও সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় ধৃত আসামী ১। মোঃ শামীম হোসেন (৩০), পিতা- মৃত আবু সাঈদ, সাং- বড়গাছী, থানা- গোদাগাড়ী,জেলা- রাজশাহীকে ইং-২৪/০৪/২০২২ তারিখ ১১.৩০ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন উজানপাড়া কাঠালতলা গ্রামস্থ জনৈক মোঃ বাহারুল ইসলাম, পিতা- মৃত মোতালেব এর মুদি দোকানের সামনে কদম হাজী মোড় হতে মাটিকাটা বাইপাস মোড় গামী পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতার জন্য অপেক্ষা করাকালে ধৃত আসামীর হেফাজত হইতে ২৫ (পঁচিশ) গ্রাম হেরোইন (যাহার আনুমানিক মূল্য ২,৫০,০০০/- টাকা) সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।