 
																
								
                                    
									
                                 
							
							 
                    
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পেশাগত স্বীকৃতিগুলোর একটি—“পুলিশ সার্ভিস এক্সাম্প্লারি গুড সার্ভিস ব্যাজ” (আইজিপি ব্যাজ)—অর্জন করেছেন। দীর্ঘদিনের নিষ্ঠা, সততা, পেশাগত দক্ষতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালের এই মর্যাদাপূর্ণ সম্মাননা লাভ করেন তিনি।
আজ ১ মে ২০২৫, রাজধানী ঢাকায় বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মাননীয় মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ওসি রুহুল আমিনকে ব্যাজ পরিয়ে দেন । অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা এবং পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
২০০৬ সালের ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন মুহাম্মদ রুহুল আমিন। এরপর থেকে টানা প্রায় দুই দশক তিনি মাঠপর্যায়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিভিন্ন থানায় কর্মরত থেকে অপরাধ দমন, জনসচেতনতামূলক কার্যক্রম এবং কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বর্তমানে তিনি গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ওসি রুহুল আমিন বলেন, “এই সম্মান আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং সকলের কাছে দোয়া কামনা করছি, যেন ভবিষ্যতেও সৎভাবে দেশের সেবা করে যেতে পারি।”
তার এই অর্জনে স্থানীয় জনগণ, সহকর্মী পুলিশ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকেই একে গোদাগাড়ী থানার জন্য একটি গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন।
বাংলাদেশ পুলিশের আইজিপি ব্যাজ হলো একটি সম্মানসূচক পুরস্কার, যা প্রতিবছর দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সততা, পেশাদারিত্ব ও অনুকরণীয় সেবার স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। এটি কোনো নির্ধারিত পদ বা কর্মকাল নির্ভর নয়—বরং এটি ব্যক্তি পুলিশের আচরণ, কাজের মান এবং জনসেবার প্রতি অঙ্গীকারের পরিমাপক।
ওসি রুহুল আমিনের এই স্বীকৃতি বাংলাদেশ পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।