মোঃ বানী ইসরাইল হিটলার স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ১৪ জুয়াড়িকে আটক করেছে।একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভাটোপাড়া কদমহাজির মোড় এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ১৪ জনকে আটক করে। গ্রেফতার কৃত আসামি ১.কাহার আলী (৪৫) পিতা মৃত্যু কলিম উদ্দিন ২. মানিক (৪৭) পিতা মৃত্যু শাফির উদ্দিন ৩.মোঃ বাবুল (৫০) পিতা মৃত্যু তাহসান আলী ৪. আকরামুন হক (৭০) পিতাঃ মৃত্যু নিজাম উদ্দিন ৫.মোঃ মাহাতাব উদ্দিন (৬০)পিতা মৃত্যু মোজাম্মেল হক ৬. মোঃ মোতাললেব (৩৯) পিতা মৃত্যু আব্দুস সামাদ ৭.মোঃ তামজাল (৫৫) পিতা মৃত আমেদ আলী ৮. মোঃ শিমুল রেজা(২৭) পিতা মৃত্যু সেলিম ৯.মোঃ এমদাদুল হক(৫০) পিতা সবুর উদ্দিন ১০.মোঃ মুকুল (৫২) পিতা মৃত্যু বদিউজ্জামাল ১১.মোঃ সাইফুল ইসলাম (৫০) পিতা মৃত্যু মাজারুল ইসলাম ১২.মোঃ আনসারুল (৪০) পিতা মৃত্যু সাত্তার ১৩. মোঃ ফরমান আলী (৫৫) পিতা মৃত আলিমুদ্দিন ১৪. মোঃ শাহাদাত হোসেন (৩২) পিতা মৃত্যু শাহিন সর্ব উভয় গ্রামঃ ভাটোপাড়া,থানা গোদাগাড়ী জেলা রাজশাহী।প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ রফিকুল ইসলাম নেতৃত্বে টিম প্রেমতলী কর্তৃক ১৪ জন জুয়াড়ীকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইল। এ সংক্রান্তে গোদাগাড়ী মডেল থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।