নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর গোদাগাড়ীতে এক নারীকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আজ সোমবার গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিকচক গ্রামের আবু সাইদ (৪০) নামে ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে এনে ভুক্তভোগি নারী থানায় মামলা দায়ের করেছেন। এরআগে গত ১৬ এপ্রিল রাতে আবু সাইদ ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার দিয়াড় মানিকচক ওই নারী গত ১৬ এপ্রিল রাতে খাওয়া দাওয়া শেষে তার ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ঘরে লাইট জ্বালানো ছিল। বাড়ীর প্রধান গেটের দরজা বন্ধ করা হলেও তিনি শয়ন কক্ষের দরজা খোলা রেখেছিলেন। রাত ১ টার দিকে আবু সাইদ কৌশলে বাড়ীর মেইন গেটের দরজা খুলে ওই নারীর শয়ন কক্ষে ঢুকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় তিনি চিৎকার দিলে প্রতিবেশিরা এগিয়ে এলে সাইদ পালিয়ে যায়।
এরই প্রেক্ষিতে ভুক্তভোগি নারী নিজে বাদি হয়ে গোদাগাড়ী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন জানান, ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।