ফারুক হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহীর গোদাগাড়ীতে নাশকতার সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে ২ জন কে গ্রেপ্তার করেন।
শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার রেলগেট বাইপাশে রাজশাহী -চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে নাশকতার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোদাগাড়ী পৌর এলাকার ভগবন্তপুর গ্রামের মনজুর রহমানের ছেলে রাসেল ইসলাম ও মহিশালবাড়ী গ্রামের ইসরাফিল হকের ছেলে সামজিদ হাসান। এরা বিএনপি-জামায়াতের রাজনীতির সাথে জড়িত।
গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে গোদাগাড়ী থানাধীন বাইপাস মোড়ে বিএনপি- জামায়াতের ডাকা হরতাল সফল করার লক্ষ্যে বিএনপির জামাতের নেতা কর্মীরা আকস্মিক ঝটিকা মিছিল বের করে একটি গাড়ির গ্লাস ভাঙচুর করে পালানোর সময় স্থানীয় আওয়ামী লীগের লোকজন কর্তৃক আটক হয়।
স্থানীয়রা পুলিশকে খবর দিলে আমি নিজে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পৌছে তাদের গ্রেপ্তার করি ।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাকিদের চিহিৃত করে গ্রেপ্তারের অভিযান চালানো হবে বলে জানান।