মোঃ আবু তাহের জেলা প্রতিনিধিঃ
রাজশাহী গোদাগাড়ীর রেলবাজার সংলগ্ন বারইপাড়া পুরাতন মন্দির এলাকায় গত ১০ জুন শুক্রবার ১০.১০ মিনিটের সময় র্যাব-৫ এর একটি অপারেশন দল অভিযান পরিচলনা করে ৭৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী মনিরুল ইসলাম মনিকে (৩০) আটক করে।
আটককৃত আসামী, রাজশাহী গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি এলাকার আনারুল ইসলামের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি অপারেশন দল গোদাগাড়ী থানাধীন মানিকচর সীমান্তবর্তী পদ্মানদী এলাকায় অভিযান পরিচলনা করে রাত ১০ টার দিকে মাদককারবারি ঘটনাস্থল আসলে তার ডান হাতে থাকা প্লাস্টিকের নেট (জালি) বস্তাসহ পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলেই বস্তাসহ হাতে-নাতে তাকে আটক করে।
তার বিরুদ্ধে গাদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তা নিশ্চিত করেন।