নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর গোদাগাড়ী পৌর শাখার ৪, ৫, ও ৬ নং ওয়ার্ডের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে গোদাগাড়ী হেলিপ্যাড মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) মো. শরিফ উদ্দীন। তিনি তার বক্তব্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা সবাই ধানের শীষের পাশে থেকে জাতীয়তাবাদী দলের কার্যক্রমকে ত্বরান্বিত করবেন।”
সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম খোকার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম কিবরিয়া রুলু, এবং যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সামজাদ আলী।
সভায় আরও উপস্থিত ছিলেন ডাইংপাড়া বনিক সমিতির সভাপতি মো. আসাদুজ্জামান মিলন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুর রশীদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. রনি আহমেদ দুলালসহ অন্যান্য নেতাকর্মীরা।
এতে দলীয় নেতাকর্মীরা বিএনপির লক্ষ্য ও আদর্শের প্রতি অনুগত থেকে ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে একতাবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন