রাজশাহীর গোদাগাড়ী উপজেলাধীন ৬নং মাটিকাটা ইউপি চেয়ারম্যান মোঃ সোহেল রানা করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন । কয়েকদিন ধরে গলায় ব্যথা ও ঠান্ডা জ্বর দেখা দেওয়ায় বৃহস্পতিবার করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান শাওন বলেন,মোঃ সোহেল রানা নমুনা সংগ্রহের পর পরীক্ষা করে করোনার পজেটিভ রিপোর্ট আসে। দুপুর ২টার দিকে পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর ৬নং মাটিকাটা ইউপি চেয়ারম্যান মোঃ সোহেল রানা নিজ বাস ভবনে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছে।
বর্তমানে তিনি তার নিজ বাসভবনে হোম আইসোলেশনে চিকিৎসাধীন। তিনি সবার কাছে দোয়া চেয়ে সব শ্রেণির মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছেন।