নিজস্ব প্রতিবেদক: মাদক সরবরাহের সময় ১০০ গ্রাম হেরোইন সহ ০২ জন মাদক ব্যবসায়ী র্যাব-৫, সিপিসি-১ এর অভিযানে গ্রেফতার।
গ্রেফতারকৃত ১। মোঃ মিজানুর রহমান (২২) এবং ২। মোঃ ইউসুফ আলী (৩৫) একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উক্ত সময় মাদকের একটি চালান সরবরাহ করা হবে। উক্ত তথ্য মোতাবেক র্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক অভিযান পরিচালনা করে মাদক সরবাহের সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
অভিযানটি ২৭ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ ১৯:৪০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ মিজানুর রহমান (২২), পিতা-মোঃ শফিকুল ইসলাম, মাতা-মোছাঃ মোসলেমা বেগম, সাং-দিয়ার মানিকচক, ইউপি-আষাড়িয়াদহ, ৩নং ওয়ার্ড, ২। মোঃ ইউসুফ আলী (৩৫), পিতা-মৃত সইবুর রহমান, মাতা-মোছাঃ পেয়ারা খাতুন, সাং-উজানপাড়া, ইউপি-বিদিরপুর, ৬নং ওয়ার্ড, উভয় থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী’দ্বয়কে ১০০ গ্রাম হেরোইন এবং ০২টি মোবাইল ফোন সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।