শহিদুজ্জামান (লাবু) কাশিয়ানী উপজেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ- গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনসার চৌধুরী (৫৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছে। তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ সময় আরো অন্ততঃ ১২ জন আহত হয়। নিহত ওই ব্যক্তির বাড়ি কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে।
কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম জানান, সোমবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার নিজামকান্দি বাজারে কয়েক বছর যাতৎ চলমান বিবাদের জেরে হাজী ও মাস্টার গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয় ও পরে তা সংঘর্ষে রুপ নেয়।
উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের অন্ততঃ ১২ জন আহত হয়। মারাত্মক আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক আনসার চৌধুরীকে মৃত ঘোষণা করেন। তিনি মাষ্টার গ্রুপের লোক বলে জানা গেছে।
আহতদের মধ্যে ৬ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । বাকীদেরকে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।