গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় মিরাজ শেখ (৫৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।
বুধবার (১২ এপ্রিল) সকাল আনুমানিক ৭:৫০ মিনিটের দিকে উপজেলার ভাটিয়াপাড়া উড়াল সেতুর নিচে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মিরাজ শেখ উপজেলার মহেশপুর ইউনিয়নের চরপদ্মবিলা গ্রামের মৃত ধলা মিয়া শেখের ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইজিবাইক চালক মিরাজ শেখ ইজিবাইক চালিয়ে ভাটিয়াপাড়া থেকে চরপদ্মবিলা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। উড়াল সেতুর নিচে লেভেল ক্রসিং পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সাথে ইজিবাইকটির ধাক্কা লেগে ইজিবাইক দুমড়ে মুচড়ে যায় । এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মিরাজ শেখ নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে লাসটি হস্তান্তর করে কাশিয়ানী থানা পুলিশ।