মাহমুদ হাসান মাসুদ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২আগষ্ট) সকাল ১০ টায় কাশিয়ানী উপজেলার সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হন জিয়াউর রহমান জিহাদ । সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ মনিরুল হক চৌধুরী।
কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোক্তার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম , উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সারাফত হোসেন লাভলু মৃধা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহম্মদ আলী খোকন, সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম সেলিম, কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রব্বানী, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ হোসেন সহ সকল শিক্ষকগণ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কাশিয়ানী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: নাছিবুল রহমান মোল্লা ও সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।