মোঃ-মাহমুদ হাসান মাসুদ গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ- “বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকাল ১০.০০ ঘটিকার সময় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে সমবায় অফিসার আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
এ সময় কাশিয়ানী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম,মৎস্য অফিসার এসএম শাহজাহান সিরাজ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সমবায়ীদের উন্নয়নে লক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পরে অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।