বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক গোপালগঞ্জঃগোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রথখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রায় এক ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। মাদারীপুর জেলার রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিহত মোটরসাইকেল চালক তুহিন শেখ (৩০) রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের লিয়াকত শেখের ছেলে ও আরোহী মুকুল শেখ (২৫) একই গ্রামের নুরু শেখের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রথখোলা নামক স্থানে মাদারীপুরগামী মাদারীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙ্গাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় মোটরসাইকেল চালক তুহিন শেখ ও আরোহী মুকুল শেখ গুরুতর আহত হন।

মুমুর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে টেকেরহাট সিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রথখোলা নামক স্থানে বাসের চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991