মোঃ মিন্টু শেখ ক্রাইম রিপোর্টার: গোপালগঞ্জে চালককে হত্যা করে রিকশা ছিনতাই
গোপালগঞ্জে সোহেল মোল্লা (৪৫) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ মে) সকালে সদর উপজেলার পুরান চর মানিকদহ আদর্শ গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সোহেল মোল্লা নড়াইল জেলার নড়াগাতি থানার চরমধুপুর গ্রামের ময়নদ্দিন মোল্লার ছেলে। তিনি পুরান মানিকদাহ আদর্শ গ্রামে ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, সোহেল মোল্লা দিনে রিকশা না চালিয়ে রাতে চালাতেন। অন্যান্য দিনের মতো শনিবার সারা রাত রিকশা চালিয়ে বাসায় ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে রিকশা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।