গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের গোপালপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাংচুর বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির ব্যানারে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন গোপালপুর উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি হামিদুর রহমান সোনা, সাধারণ সম্পাদক মো. সোহেলসহ অন্যান্য ইটভাটা মালিকগণ।
এ সময় ইটভাটা মালিকরা তাঁদের সাত দফা দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। দাবি ছিল, জিগজাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তির জটিলতা দূর করা, পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইটভাটা পরিচালনা নিশ্চিত করা এবং ইটভাটা শিল্পের সুরক্ষায় সরকারের পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করা।
স্মারকলিপিতে মালিকরা বলেন, “আমরা ইটভাটা মালিকরা দেশের উন্নয়নে অবদান রেখে চলেছি। প্রায় ৫০ লাখ শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি করেছি। আমাদের এসব ইটভাটা বন্ধ হয়ে গেলে লাখ লাখ মানুষ বেকার হয়ে যাবে। ইটভাটার মালিকরা সরকারের বিপুল পরিমাণ রাজস্ব দিয়ে থাকেন, তাই সরকারের উচিত আমাদের শিল্পকে সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করা।”
এছাড়াও, তারা দাবি করেন, “ড্রাম চিমনি, ফিক্সড চিমনি ও লাকড়ি দিয়ে পোড়ানো ইটভাটা সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্তে আমরা একমত, তবে জিগজাগ ইটভাটায় কোনো প্রকার মোবাইল কোর্ট পরিচালনা করা যাবে না।”
ইটভাটা মালিকরা আরো বলেন, “যদি ইটভাটা বন্ধ করতে হয়, তবে সরকারিভাবে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং সকল প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন ও জমা দেয়ার বিধান প্রবর্তন করতে হবে।”
এই মানববন্ধনের মাধ্যমে তারা ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা করার এবং একটি দীর্ঘ মেয়াদী নীতিমালা প্রণয়ন করার দাবি জানান।