রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ গোবিন্দগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে ইং ২৬/০৮/২০২৩ তারিখ ২২.১০ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানাধীন ৩নং শাখাহারা উইনিয়নের আসাদমোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারিয়া, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ একই তারিখ ২২.২৫ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানাধীন ৩নং শাখাহার ইউনিয়নের খোরশাল গ্রামস্থ জনৈক মোঃ আনিছুর রহমান (৫০), পিতা-মৃত সাইদুল ইসলাম এর বসতবাড়ীর সামনে পাকা রাস্তার উপর পৌঁছাইয়া আসামী মেহেদুলকে ০৫টি পাতায় সর্বমোট ৫০ (পঞ্চাশ) পিস Tapentadol Tablets সহ গ্রেফতার করা হয়।
অত্র থানাধীন ১৩নং কামারদহ ইউনিয়নের বকচর মৌজাস্থ গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোর এর সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কের উপর ইং ২৭/০৮/২০২৩ তারিখ ১৪.০৫ ঘটিকার সময় দিনাজপুর হইতে ঢাকাগামী ব্লু-বার্ড ট্রাভেল্স পরিবহন যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৩-১৭৪৩ দিনাজপুর হইতে ঢাকা যাওয়ার পথে ঘটনাস্থলে বাসটিকে সিগনাল দিয়াথামান। সাক্ষীদের সম্মুখে বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাসের ভিতরে চেকিং করাকালে উক্ত বাসের ভিতরে ডান পার্শ্বে B-3 সিটে বসা যাত্রীবেশী আসামী মোঃ আরিফুল ইসলাম এর দেহ তল্লাশী করিয়া তাহার হেফাজতে দুই পায়ের মাঝখানে থাকা নেভিব্লু রংয়ের স্কুল ব্যাগের ভিতর হইতে ১০ (দশ) বোতল কোডিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল এবং পার্শ্বে B-4 সিটে বসা যাত্রী মোঃ সুজন মিয়া এর দেহ তল্লাশী করিয়া তাহার হেফাজতে দুই পায়ের মাঝখানে থাকা কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর হইতে ১১ (এগার) বোতল কোডিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সর্ব মোট ২১ (একুশ) বোতল কোডিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আসামীদ্বয়কে গ্রেফতার কর হয়।
পুলিশ সুপার, মহোদয়ের নির্দেশনা মোতাবেক জেলা পুলিশ গাইবান্ধা মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।