আমিনুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে একজন মহিলার আত্মহত্যা করেন।
মঙ্গলবার( ০৭ নভেম্বর) দিবাগত রাত।আনুমানিক রাত ১টা হইতে সকাল ০৫. ঘটিকার মধ্যে, যে কোন সময়ে। ভিকটিমের পিতার ভাড়া বাসায় নিজ ঘরে। রহনপুর পৌর,স্টেশনপাড়ার ,আরমিন(২৬) পিতা, মাহবুব আলম ,মাতা, শহরবানু ,স্বামী – সুজন আলী, তার আত্মীয়-স্বজন ও বাড়ির আশপাশের লোকজনের দেওয়া তথ্য মতে মৃত আরমিন, একজন সরকারি চাকরিজীবি, ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স।ভিকটিম একজন মানসিক রোগী বলে জানা যায়।
গত কয়েক দিন আগে রাজশাহীতে ডাক্তার দেখানোর জন্য ছুটি নিয়ে বাবার ভাড়া বাসাতে উঠেন। ভিকটিম একজন সন্তানসম্ভবা মা। সবার অগোচরে নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাস্থলে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রর এসআই/ফজলে বারী উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন। (মামলা জিডি) আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।আইন-শৃঙ্খলা পরিস্থিতি। স্বাভাবিক ,ডেড বডি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে, অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।