গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে একজন মহিলার আত্মহত্যা
আমিনুল ইসলাম :সিনিয়র স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়।গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে একজন মহিলার আত্মহত্যা করেন।
বুধবার ( ২৫ অক্টোবর) সকাল আনুমানিক দশ ঘটিকার মধ্যে, কোন এক সময় গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ । গ্রামের হাওয়া পিংকি ইসলাম (২৩) পিতা- হাবিবুর রহমান মাতা- মোসাঃ পারভীন তার নিজ ঘরে,তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন। আত্মীয়-স্বজন ও বাড়ির আশপাশের লোকজনের দেওয়া তথ্য মতে মৃত হাওয়া পিংকি ইসলাম, একজন ডিভোসী মহিলা ছিলেন এবং তার একটি দুই বছরের শিশু কন্যা সন্তান আছে, দুই বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। গত কিছুদিন যাবত বিষ খাবো, গলায় ফাঁসি দিবো, এরকম কথা, পাড়া- প্রতিবেশির কাছে বলে বেড়াতেন। অদ্য তারিখে সবার অগোচরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ভিকটিম একজন মানসিক বেকারগ্রস্হ রোগী ছিলেন বলে জানা যায়। ঘটনাস্থলে গোমস্তাপুর থানার এসআই/ আনিসুর রহমান উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন।
গৃহীত ব্যবস্থা (মামলা/জিডি):-পরিচয় সনাক্তের চেষ্টাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।