স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও রহনপুর পুলিশের উদ্যোগে বুড়িতলা পূর্ণভবা নদীতে অবৈধ জালের বিরুদ্ধে এক যৌথ অভিযান পরিচালিত হয়েছে।(২৩ ফেব্রুয়ারী) বুধবার অভিযান পরিচালনা করে তিল লক্ষাধিক টাকার চায়না রিং চাই জাল জব্দ ও কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চলাকালে পূর্ণভবা নদী থেকে ৪০টি চায়না রিং চাই/জাল জব্দ করে। যার মূল্য দুই লক্ষাধিক টাকা। আর কারেন্ট জাল প্রায় ৫০হাজার টাকা।জব্দকৃত অবৈধ কারেন্ট ও চায়না রিং চাই/জাল জনসমক্ষে পুড়িয়ে নষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সরকারের নিষেধ এমন জাল ব্যবহার করে মাছ ধরা যাবে না। জেলেরা অবৈধ জাল ব্যবহার করে বিভিন্ন জাতের মাছ ও মাছের পোনা নষ্ট করছে। সরকারি নিয়ম না মেনে কোনো জেলে মাছ ধরলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিঃদাঃ)নাইমুল হক,ফিল্ড এ্যাসিসটেন্ট মনিরুল ইসলাম, সামিউল ইসলাম, অফিস সহায়ক আতিকুর রহমান (মিঠু) প্রমূখ।