আমিনুল ইসলাম: সিনিয়র স্টাফ রিপোর্টার:
দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় ক্ষয়ক্ষতি শ্লোগান কে সামনে রেখে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালী অগ্নিকাণ্ড বিষয়ক মহাড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এর আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহযোগিতায় সোমবার সকাল দশটায় ১০ মার্চ (২০২৫) উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার(ভুমি) কৃষ্ণ চন্দ্র। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল আলিম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, উপজেলা আনসার ভিডিপি অফিসার ফরহাদ হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ইনচার্জ মাহতাব উদ্দিন, গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ,ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রমূখ।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরে দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।