আমিনুল ইসলাম :সিনিয়র স্টাফ রিপোর্টার: সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো এই প্রতিপাদ্য সামনে রেখে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় ভোটার দিবস, গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যদায় পালিত হয়। শনিবার ২মার্চ (২০২৪) সকাল ৯ টা ৩০ মিনিটে বর্ণনাট্য রালি বের হয়ে বিভিন্ন স্থান প্রদর্শিত হয়ে।উপজেলা চত্বরে শেষ হয় । পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন,গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) জনাব নিশাত আঞ্জুম অনন্যা ,
সঞ্চালনা করেন গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মু: জিয়াউর রহমান (এমপি ) বক্তব্য তিনি বলেন, সাধারণ মানুষ নির্বাচন অফিসে গিয়ে যেন, হয়রানি শিকার না হয় সেজন্য নির্বাচন অফিসার কে নির্দেশ দেন ,তিনি আরো বলেন নির্বাচন অফিসের সকল স্টাফ কে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান,হুমায়ুন রেজা, উপজেলা সমাজসেবা অফিসার,নুরুল ইসলাম, এডভোকেট মাইনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান , উপজেলা (বিএম ডিএ) ইঞ্জিনিয়ার আহসান হাবীব সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।