আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ- প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে যুব সমাবেশ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে যুবকদের মাঝে ঋন চেক ও সনদ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০১নভেম্বর) সকাল সারে ৯ টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় আয়োজন করে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ও বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃপারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম, যুবকদের মধ্যে বক্তব্য দেন সারোয়ার জাহান সুমন প্রমূখ।