রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন
ঘোষনা
শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর প্রেসক্লাবে শ্রদ্ধা  বিআরটিএ’র ঢাকা বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ্ এর সাথে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন ( Trub ) কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগ ফিরবে মন্তব্য করায় ইউএনও প্রত্যাহার সাতক্ষীরায় চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ৫৯ বিজিবির অভিযানে শিয়ালমারা সীমান্তে ৩৯৪ বোতল ফেন্সিডিল আটক  এন এসআই নাজমুল কর্মকর্তা সাংবাদিককে ভয় ও হুমকি প্রদানের সংবাদ সম্মেলন একই সাথে তিন পদে ‘অবৈধ’ দায়িত্বে জাল সনদধারী শিক্ষক হাসিবুর বিশিষ্ট সাংবাদিক মরহুম মঞ্জুরুল হকের আদর্শকে ধারণ করে জনগণের পক্ষে সাংবাদিকতা করার আহ্বান চাঁপাইনবাবগঞ্জে ৫০ বোতল ফেন্সিডিলসহ একজন আটক 

গোমস্তাপুরে পানির সেচ দেওয়া কে কেন্দ্র করে মারামারি আহত-২ একজনের অবস্থা আশঙ্কাজক রাজশাহী মেডিকেলে ভর্তি।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৭৮ বার পঠিত

আমিনুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জনন্নাথপুর গ্রামাস্থ মাঠে গভীর নলকূপের পানি সেচ দেওয়া কে কেন্দ্র করে মারামারি আহত-২ একজনের অবস্থা আশঙ্কাজক রাজশাহী সরকারি মেডিকেল কলেজে চিকিৎসাধীন

 

অভিযোগ সূত্রে জানা যায়, মোজাম্মেল হক লিখিত অভিযোগে বলেন, গত (২০ মার্চ) রাত আনুমানিক ০২: ৩০ মিনিটে গোমস্তাপুর থানাধীন পার্বতীপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামস্থ মাঠে আমার নামীয় জমিতে সেচ দেওয়ার সময় জেম আলী(৩২) পিতা কালু সাং গোপিনাথপুর মাদ্রাসাপাড়া জোরপূর্বক তার জমিতে পানির লাইন ঘুরিয়ে নেয়। ওই সময় আমি বাধা দিয়ে আমার জমির পানির শেষ হওয়ার পর তাকে পানির লাইন ঘুরাতে বললে আমার উপরে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং অভিযোগ উল্লেখিত সকল বিবাদীদের ঘটনাস্থলে হাজির হয় এবং রাত অনুমান দুইটা ৪৫ মিনিটে (০১) কালু(৫৫) (০২) ভোদু (৪৫) (০৩) লালু(৫০) (০৪) জেম আলী(৩২) (০৫) জিয়াউর (৩৫) (০৬) হামেদ (৪৫) (০৭) আহসান(৩৮) (০৮) মিঠুন আলী,(২৬) সহ আরো অজ্ঞাতনামা ৪-৫ জন উপস্থিত হয়ে। উক্ত ঘটনার জের ধরে বিবাদীদের হাতে কোদাল, লাঠি, লাদনা মারমুখী আচরণ করে। ওই সময় আমার ভাতিজা সেলিম রেজা(২৫) আমাকে উদ্ধারের জন্য এগিয়ে আসলে কালুর হাতে থাকা কোদাল দিয়ে আমার ভাতিজাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোদালের উল্টো পাশ দিয়ে আঘাত করে, সে সময় তার মাথা কোদালের আঘাতে গুরুতর ভাবে আহত হয়। এ সময় হাত দিয়ে প্রতিহত করতে গেলে তার হাত ভেংগে যায় ও মাথায় গুরুতর আঘাত এবং ডান গাল কাটে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায়। ঐ সময় ভোদু ও লালু ভাতিজার কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড ফোন কেড়ে নেয়।ওই সময় আমি আমার ভাতিজাকে উদ্ধার করতে গেলে। ভোদু তার হাতে থাকা লাদনা দিয়ে আমার মাথা লক্ষ্য করে, আমার বুকে, মাথায়, ও বাম হাতের গর্দানে আঘাত করে লিলা ফুলা চিলা ও ব্যাথা বেদনা দায়ক জখম করে।তখন আমি ডাক চিৎকার করিলে বিবাদীরা আমাকে ও আমার ভাতিজাকে এলো পাথরে কিল ঘুষি লাথি মারতে থাকে। এবং গুরুতর আহত করে,বিবাদীরা চলে যাওয়ার সময় আমাকে ও আমার ভাতিজাকে ও আমাদের পরিবারের লোকজনকে প্রাণ নাসের হুমকি প্রদান করে। আমার ভাতিজা অজ্ঞান হয়ে পড়লে স্থানীয় লোকজনের সহায়তায় আমার ভাতিজাকে উদ্ধার করে নিয়ে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে আমার ভাতিজাকে ও আমাকে প্রাথমিক চিকিৎসা শেষে আমার ভাতিজার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকেরা রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করে।

 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান বিষয় টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991