স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সত্য ঘটনা ধামাচাপা দিতে পীরপুর ছাগল পালন সিআইজি প্রানি সম্পদ সমবায় সমিতির সম্পাদক মৎস্যচাষী সাদ্দাম আলীর নামে মিথ্যে মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগ উঠেছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধম্যে মিথ্যা হয়রানির মামলা থেকে অব্যাহতি ও ঘটনার ন্যায় বিচার দাবি করেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার রহনপুর ইউনিয়নের হুক্কাপুর গ্রামের মৎস্যচাষি সাদ্দাম আলী ওই এলাকার ০.২৯ শতকের একটি পুকুর লিজ নিয়ে তেলাপিয়া, জাপানিসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন। পূর্ব শত্রুতার জেরে একই এলাকার বাইরুল ও বশির গত (২৩ মার্চ) বুধবার সকালে ওই পুকুরে বিষ প্রয়োগ করে। দুপুর থেকে পুকুরের মাছ মরে ভেসে উঠতে থাকে। বিষয়টি জানতে পেরে সাদ্দাম গোমস্তাপুর থানা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত বক্তব্যে আরো বলা হয়, মূল ঘটনাটি ধামাচাপা দিতেই তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানির মামলা করা হয়েছে। ভুক্তভোগীর বিরুদ্ধে করা হয়রানির মামলা প্রত্যাহার ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছেন।