চাঁপাইনবাবগঞ্জর গোমস্তাপুরে ২০২১-২২২ অর্থ বছরে কৃষি আবহাওয়ার তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প এর আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোমস্তাপুর এর আয়োজনে রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়।
বুধবার (২৭ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে ২ পর্যন্ত চলে এ সেমিনার ।প্রথমে রোভিং সেমিনার এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাবা আসমা খাতুন।
পরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভির আহমেদ সরকারের সভাপতিত্বে
উপস্থিত ছিলেন, মুহাম্মদ নজরুল ইসলাম, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ, ড. পলাশ সরকার, জেলা বীজ প্রত্যয়ন অফিসার বীজ প্রত্যয়ন এজেন্সী চাঁপাইনবাবগঞ্জ, ড. বিমুল কুমার প্রামানিক, উপপরিচালক হার্টিকালচার সেন্টার চাঁপাইনবাবগঞ্জ, মোঃ ফিরোজ আলী, কৃষি সম্প্রসারণ অফিসার গোমস্তাপুর প্রমূখ।
সেমিনারটি পরিচালনা করেন, কৃষি সম্প্রসারণ অফিসার ফিরোজ আলী এতে ৫০ জন কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন ।
এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আবহাওয়ার আগাম পূর্বাভাস দেওয়া হয় এবং কৃষকদের করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। কৃষকদেরকে মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে তাদের করণীয় বিষয় জানিয়ে দেওয়া ও অবহিত করা হয়। কৃষকদের আবহাওয়ার আগাম সতর্কবার্তা অনুযায়ী নিজেদেরকে ব্যবস্থা নেওয়া এবং অন্যান্যদের এবিষয়ে পরামর্শ দেওয়ার বিষয়ে তাদের সচেতনতা সৃষ্টি করা হয়।