
আমিনুল ইসলাম: সিনিয়র স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ১০ বছর ও ১৬ বছরের উচ্চতর গ্রেড বাস্তবায়নের দাবিতে গোমস্তাপুর উপজেলার সহকারী শিক্ষকরা স্মারকলিপি প্রদান করেছেন।
আজ বুধবার( ৩ ডিসেম্বর) বিকেল তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা, মানববন্ধনে বক্তব্য রাখেন, আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিন শিহাব, সহকারী শিক্ষক রুহুল আমিন, সাদিকুল ইসলাম, নাজমী খাতুন, উম্মে আবেহা, হারুন অর রশিদ, বজলুল বারী, খাইরুল বারী প্রমুখ।
শিক্ষকরা জানান, সারাদেশের সহকারী শিক্ষকরা বহুদিন ধরে ১০ বছর ও ১৬ বছরের উন্নতির দাবি জানিয়ে আসছেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও এ দাবি বাস্তবায়ন না হওয়ায় সহকারী শিক্ষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
স্মারকলিপিতে শিক্ষকরা উল্লেখ করেন, একই পদমর্যাদার অন্যান্য সরকারি চাকরিজীবীরা নির্ধারিত সময়ে গ্রেডভিত্তিক সুবিধা পেলেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে তাদের আর্থিক ও পেশাগত প্রগতিতে বৈষম্য তৈরি হচ্ছে।
স্মারকলিপি গ্রহণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর আশ্বাস দেন।