বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
ঘোষনা
কাশিমপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ। শজিমেক- হাসপাতালে এ্যানেস্থেসিয়া বিভাগের উদ্যোগ সিপিআর কর্মশালার উদ্বোধন লোহাগাড়ায় এক টেক্সি চালকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নাটোরে ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত বাড়ির ইটের দেয়ালে ধাক্কা গুরুতর আহত ২ বিজয়নগরে ভূমি বিরোধকে কেন্দ্র করে মারামারি ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ দায়ের ঘোড়াঘাটে ৫ জন সার বিক্রেতার কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা রাজধানীর মিরপুর মিল্লাত ক্যাম্পে ভয়ঙ্কর মাদকের আখড়া। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি

গোমস্তাপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৬০ বার পঠিত

 

আমিনুল ইসলাম:সিনিয়র স্টাফ রিপোর্টার:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে এক তরুণীর অনশনের খবর পাওয়া গেছে। উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বেগম নগর গ্রামের হুমায়ূন রেজার বাড়িতে এ ঘটনা ঘটেছে।
অনশনে থাকা তরুণীর জেলার শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়নের বসন্তপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে সুলতানা খাতুন ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে গ্রামে গিয়ে দেখা যায়, হুমায়ুন রেজার বাড়ির সামনে তরুণীর অবস্থান, অবস্থান কালে সুলতানা খাতুন বলেন, আমি ঢাকায় একটি ক্লিনিকে নার্সের চাকরি করি এবং নাহিদ বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন। চাকরিরত অবস্থায় গত আড়াই বছর থেকে নাহিদের সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে , প্রেমের সম্পর্ক থেকে গত ০৭/০১/২০২৫ ইং তারিখে আমরা রাজশাহী জেলা কোটে নোটারী পাবলিকের মাধ্যমে বিবাহ হয়, বিবাহের পর নাহিদের ছুটি না থাকায়, নাহিদ চলে যান চট্টগ্রাম, আমি ঢাকায় চলে যায়। আমাদের সম্পর্ক ঠিক ছিল। গত এক দেড় মাস থেকে, নাহিদকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন না, বিষয়টি নিয়ে আমি চিন্তায় পড়ি,, এবং জানার চেষ্টা করি, গত এক মাস আগে আমি জানতে পারি, নাহিদ আমাদের বিয়ের কথা গোপন করে, আরও একটি বিয়ে করেছেন, তাই আমি নাহিদের স্ত্রী স্বীকৃতির দাবিতে নাহিদের বাড়িতে অবস্থান করছি।

অবস্থানরত তরুণীর ওপরে মারমুখী অবস্থান নেয়, নাহিদের বাবা হুমায়ুন রেজা ও চাচা আব্দুল লতিফসহ তার পরিবার ও স্থানীয় কয়েকজন ।
অনশনরত তরুণী স্ত্রীর স্বীকৃতি না পেলে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন। তিনি আরো দাবি করেন আমার বিবাহের সব ডকুমেন্টস এবং পাশ ব্যাগের মধ্যে ১০ হাজার টাকা সহ পাশ ব্যাগটি ছিনিয়ে নেই নাহিদের পরিবার।

স্থানীয়রা জানান, এমন ঘটনা আমরা এর আগে দেখি নাই, তাই দেখতে আসছি। আবার অনেকে বলেছেন, তার কাছে যদি বিয়ের ডকুমেন্টস বা কাবিননামা থাকে তাহলে আমরা স্থানীয়রা বসে বিষয়টি নিয়ে আলোচনা করে একটা সমাধান করবো।

নাহিদের বাবা মা বলেন, ওই মেয়েকে আমরা চিনি না, আর আমার ছেলে ওইখানে কখনো এই ধরনের কাজ করে নাই । সে যদি আমার ছেলের বউ হয় তাহলে কাবিননামা দেখাতে বলেন। কাবিননামা দেখালে আমি বউ হিসেবে মেনে নেবো।

এদিকে সেনা সদস্য নাহিদ ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সুলতানা আমার মাদ্রাসা সহপাঠীর বড় বোন, আমি তার সাথে বড় বোনের মত আচরণ করেছি, তার সাথে আমার বিয়ে তো দূরের কথা, তার সাথে কখনো প্রেম করিনি, সে মিথ্যা দাবিতে আমার বাড়ি গিয়ে, অবস্থান করছেন।

স্থানীয় ওয়ার্ড সদস্য আনজারুল ইসলাম বলেন, আমি দুপুর ১.৩০ মিনিটে খবর পেয়ে হুমায়ুন রেজার বাড়িতে গিয়ে দেখি একটি অপরিচিত মেয়ে, হুমায়ুন রেজার বাড়িতে জোর করে ভেতরে প্রবেশের চেষ্টা করেন, এসময় হুমায়ুন ও তার বড় ভাই, আব্দুল লতিফ, মেয়েটিকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, এলাকায় এমন একটি ঘটনা ঘটেছে শুনেছি। কোনো পক্ষ থেকে অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991