সিনিয়র ক্রাইম রিপোর্টারঃ
জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত জায়গা পেলেন সাফ অনূর্ধ্ব 15 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ও গোল্ডেন বুট বিজয়ী আঁখি খাতুন। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ কর্তৃক অকৃষি খাসজমি বন্দোবস্ত দলিল হস্তান্তর প্রোগ্রাম এর মাধ্যমে আঁখি খাতুন এর বাবা-মা কে জমির দলিল হস্তান্তর করে বুঝিয়ে দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলিল হস্তান্তর করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব কবির বিন আনোয়ার। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। সভায় আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার, সিরাজগঞ্জ মোঃ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, উপজেলা চেয়ারম্যান, শাহজাদপুর, প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহি অফিসার শাহজাদপুর মোঃ তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), লিয়াকত সালমান।
তথ্যসুত্রঃ উপজেলা ভূমি অফিস শাহজাদপুর