রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে- বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুন) সকালে সিরাজগঞ্জ শহরের ইবি রোড বিক্ষোভ মিছিল পৌরভাসানী মিলনায়তনের সবুজ চত্বরে – বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান দুলাল।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি তার বক্তব্যে বলেন, অবিলম্বে গ্যাস সহ সকল প্রকার দ্রব্যেমূল্যের দাম কমাতে হবে। মানুষের জীবন-যাপন করা খুবই কষ্টকর হয়েছে। এ অবৈধ হাসিনা সরকার দেশের মানুষকে জিম্মি করে গায়ের জোরে, মামলা- হামলা করে ক্ষমতায় অধিষ্ঠিত। রাজপথে আন্দোলনের মাধ্যমেই হাসিনা সরকারকে ক্ষমতাচূত্য করে নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। অন্যথায় নয়।
আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, খ,ম, রকিবুল হাসান রতন, আনিসুজ্জামান পাপ্পু, যুগ্ম সম্পাদক রাশিদুল হাসান রঞ্জন, শামীম খান, নূর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট প্রমুখ সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় বিএনপি তার অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা মিছিল নিয়ে দাবী আদায়ের লক্ষ্যে- স্লোগানে মুখরিত করে বিক্ষোভ সমাবেশ উপস্থিত হন।