লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের পাইকপাড়া গ্রামের জশোদা রানী এবং শ্রী: অশ্বেনি দম্পতি পাইকপাড়া স্কুল সংলগ্ন আম বাগানে দীর্ঘদিন যাবত একটি কুড়ে ঘড় বানিয়ে বসবাস করে আসছে। তাদের নিজস্ব কোনো সম্পত্তি না থাকায় এভাবে অন্যর জমিতে একটি ঘর বানিয়ে বসবাস করছেন,যার এক পাশে পুরোনো জং ধরা টিনের ছোট ছোট অংশ জোড়া দেওয়া বেড়া অন্য পাশে বুনের তৈরি বেড়া এবং আরেক পাশে খেজুরের পাতার তৈরি বেড়া । এভাবেই আম বাগানের এক কোণে দাঁড়িয়ে আছে জশোদা রানী ও শ্রী অশ্বেনির বাড়ি।
জশোদা রানী বলেন, আমরা দীর্ঘদিন যাবত এই অন্যর আম বাগানে রোদ, ঝড় , বৃষ্টি উপেক্ষা করে এই ছোট্ট ঘরে বসবাস করে আসছি । আরো বলেন, সরকার থেকে চারিদিকে ঘরহীন সবাইকে ঘর দিলেও আমরা কোনো ঘর পায়নি। উপজেলা প্রশাসনের কাছে একটা ঘরের আকুতি জানিয়েছেন।