বিশেষ প্রতিনিধি এস এম জসিম: এস আই নিরস্ত্র মো: আবু আফছার ভূইঁয়া সঙ্গীয় এ এস আই নিরস্ত্র মো: খোকন হোসেন, এ এস আই নিরস্ত্র মো: ইকবাল হোসেন, পাহাড়তলী থানা, সিএমপি, চট্টগ্রাম গণ কর্তৃক পাহাড়তলী থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে ১২/০৫/২৪ইং তারিখ রাত ২০.০৫ ঘটিকার সময় পাহাড়তলী থানাধীন আব্দুল বারেক রোড ইসলামপুরস্থ জহির কলোনীর সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। কাজী মো: ফরিদুল ইসলাম রাহাত (২৬), পিতা- মৃত: কাজী এমদাদুল ইসলাম মাষ্টার, মাতা- মোছাম্মৎ হাফিজা বেগম, সাং- শেখ হাটি কাজী বার্ড়ি, থানা- কোতয়ালী জেলা- যশোর, বর্তমানে- গুলপাহাড় নওশেদের কলোনী, ০৯নং ওয়ার্ড থানা- আকবরশাহ্ জেলা- চট্টগ্রামকে০১ (এক) কেজি গাজাঁ সহ গ্রেফতার করেন।
আসামীর বিরুদ্ধে পাহাড়তলী থানার মামলা নং-১০, তারিখ-১২/০৫/২৪ ইং, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিল ১৯(ক) রুজু করা হয়।