মোঃ শাহিদুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টারঃ এত দ্বারা সকলের সদয় অবগতির জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই মর্মে ঘোষণা করা হচ্ছে যে, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোঃ সাজ্জাদ হোসেন ছোট সাজ্জাদ ও প্রকাশে বুড়ির নাতি সাজ্জাদ (২৫), পিতা- মোঃ জামাল, মাতা- রুনা বেগম, সাং- শিকারপুর, সোনা মিয়া সওদাগর বাড়ী, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রামকে আইনের আওতায় আনার জন্য যে যারা উক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ সাজ্জাদ হোসেন ছোট সাজ্জাদ বুড়ির নাতি সাজ্জাদ (২৫) এর অবস্থান সংক্রান্তে সঠিক তথ্য দিয়ে গ্রেফতারে পুলিশকে সহায়তা করবে তাকে তাদেরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উপযুক্ত অর্থ পুরস্কারে পুরস্কৃত করা হবে।
উল্লেখ্য যে, সংবাদদাতার তথ্যদাতার গ্রেফতারে সহায়তাকারীর পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন , কমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ,চট্টগ্রাম।