নিজস্ব প্রতিবেদকঃ আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম) গাউছিয়া জিলানী কমিটির উদ্যোগে এবং গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ কদমরসুল শাখার সার্বিক ব্যবস্থাপনায় ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম ও গরীবে নেওয়াজ হযরত খাজা মইনুদ্দিন চিশতী আজমিরী রহমাতুল্লাহি এর স্মরণে আলাহজরত, ইমামে আহলে সুন্নাত, পীরে কামেল, শায়েখ আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী রহমতুল্লাহি এর প্রতিষ্ঠা ৪১ তম খাজা গরীবে নেওয়াজ কনফারেন্স ২০২১,দক্ষিণ কেশবপুর কদম রসুল এর মুন্সি জহির উদ্দিন চৌধুরী জামে মসজিদে ৬ মার্চ শনিবার বাদে যোহর হতে আরম্ভ হয়ে রাত ১২ টায় শেষ হয়।
গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন হাশেমী নগর জালালাবাদ দরবারে হাশেমীয়া আলীয়া শরীফের সাজ্জাদানশীন এবং আঞ্জুমানে মুহিব্বানে রাসূল সাল্লাহু সাল্লাম গাউছিয়া জিলানী কমিটির নির্বাহী সভাপতি শাহজাদা আলহাজ্ব কাজী মোঃ আবুল ফোরকান হাশেমী।
এতে গুরুত্বপূর্ণ তকরির পেশ করেন জালালাবাদ ফয়জানে হাশেমী ইসলামিক সেন্টার এর সম্মানিত উপাধ্যক্ষ মাওলানা কাজী মোহাম্মদ ওমর ফারুক আল কাদেরী।
উপস্থিত ছিলেন গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ এর সম্মানিত যুগ্ন আহবায়ক, দরবারে হাশেমীয়া আলীয়া শরীফ এর সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন হাশেমী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবারে হাশেমীয়া আলীয়া শরীফ এর সাজ্জাদানশীন গাউসিয়া হাশেমী কমিটি বাংলাদেশ এর আহবায়ক শাহজাদা মাওলানা কাজী মোঃ বাহাউদ্দিন হাশেমী
উপস্থিত ছিলেন দরবারে হাশেমীয়া আলীয়া শরীফ এর সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা কাজী মাহমুদ শরফুদ্দিন হাশেমী
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার সম্মানিত প্রধান উপদেষ্টা মাওলানা আবুল হাসনাত তাহের বুলবুল।
উপস্থিত ছিলেন মুন্সি জহির উদ্দিন চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুহাম্মদ ইউনূস রেজা কাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী বড় উঠান হাশেমিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক মাওলানা মোহাম্মদ ইলিয়াস আজম নূরী।
উপস্থিত ছিলেন আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম) গাউছিয়া জিলানী কমিটির সহ দাওয়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ নুরুল আলম চিশতী।
উপস্থিত ছিলেন গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ্ব শওকত ওসমান চৌধুরী সহ ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তরুণ প্রজন্মের দিকনির্দেশক শাহজাদা কাজী মোহাম্মদ আবুল ফুরকান হাশেমী বলেন, সন্তানকে সুশিক্ষিত করার ক্ষেত্রে ইসলামিক মন-মানসিকতা সন্তানের মধ্যে প্রবেশ করানো পিতা-মাতার দায়িত্ব বলে মনে করা উচিত প্রত্যেক মা বাবার ,
ইসলামিক মন-মানসিকতায় বেড়ে ওঠা সন্তান কখনো মাদকাসক্ত হবেনা, হবেনা পিতা-মাতার অবাধ্য কিংবা পিতা-মাতার বোঝা, এরই প্রেক্ষিতে তিনি যুবকদেরকে গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ এর সাথে সম্পৃক্ত হয়ে ইসলামের সঠিক রূপরেখা সম্পর্কে জেনে এবং মেনে স্বপ্নীল এক সোনালী জীবন গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরো বলেন ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছে খাজা মইনুদ্দিন চিশতী আজমেরীর হাত ধরে, এবং আউলিয়া কেরামের জীবনী পর্যালোচনা অনুকরণ এবং অনুসরণ করার মাধ্যমেই ইসলামিক সঠিক রূপরেখা সম্পর্কে অবগত হওয়া সম্ভব, সর্বোপরি সন্তানকে ধর্মীয় শিক্ষা সম্পর্কে আগ্রহী করে তোলার মাধ্যমে জন্ম নিবে খাজা গরীবে নেওয়াজ এর মত জগৎ বিখ্যাত আল্লাহর অলি, গড়ে উঠবে ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশেমীর মত জগৎ বিখ্যাত আলেম এবং বুজুর্গ যিনি দীর্ঘ ৯২ বছর হায়াতে জিন্দেগী দ্বীন ইসলামের খেদমতে জীবন উৎসর্গ করে গিয়েছেন।
Leave a Reply