আবুল কাশেম স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (এম পি)
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসা এর কার্যালয়ে গিয়ে তাঁর হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে
তাহার নিজ বাস মহল থেকে হাইলদর নিজ গ্রাম তাহার পিতা মরহুম আক্তারুজ্জামান চৌধুরী বাবুর
কবর জিয়ারত করেন।
নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে তাঁর হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি চট্রগ্রাম ১৩ আসনে চতুর্থবারের মতো আওয়ামী লীগ প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন
সেই সময় উপস্থিত ছিলেন মাননীয় ভূমিমন্ত্রী সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক কাফকো সি বি এ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী কর্ণফুলী উপজেলার চেয়ারম্যান ফারুক চৌধুরী বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সকল নেতাকর্মী
এ-সময় বিভিন্ন ইলেকট্রনিক ও পিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।