মোঃ রেজাউল করিম খান ভ্রাম্যমান প্রতিনিধি: চলনবিলের মাঠজুড়ে হলুদ ফুলে ফুলে ভরে উঠেছে । মাঠে মাঠে শোভা পাচ্ছে সরিষা ফুল। চলতি মৌসুমে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯টি ইউনিয়নে সরিষার ভালো ফলন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। ফলন ও দাম ভালো পাওয়ায় প্রতিবছরই এ উপজেলায় বাড়ছে সরিষার আবাদ।
উপজেলার নলকা ইউনিয়নের গুপিনাথপুর গ্রামের সরিষাচাষি আব্দুল আলীম,শুকুর আলী,হেলাল উদ্দিন বলেন, সরিষা চাষে সার, সেচ ও কীটনাশক কম লাগে, নিড়ানির প্রয়োজন হয় না। খরচ কম ও স্বল্প সময়ে এই ফসল হয়। প্রতি বিঘায় সরিষার ফলন ছয় থেকে সাত মণ পর্যন্ত হয়। সরিষা ঘরে তোলার পর ওই জমিতে বোরো ধানের আবাদ করা হয়।
রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, এ বছর ১১ হাজার ২ শত ৬৫ হেক্টও জমিতে সরিষা চাষ করা হয়েছে।
যা গত বছরের চেয়ে দ্বিগুণ চাষ হয়েছে। নতুন জাতের সরিষা বাড়ি-১৪ সহ প্রায় পাঁচ জাতের সরিষা চাষ করছে চাষী। এ জাতের একমণ সরিষায় ১৬ থেকে ১৮ কেজী তেল হয়।
গত বছর সরিষার ভালো দাম পাওয়ায় চাষিরা এবারও সরিষা চাষে আগ্রহী হয়েছেন। আবহাওয়া অনুকুলে থাকলে এ বছরও চাষিরা লাভবান হবে।