বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন

চলন্ত ট্রেনের ইঞ্জিন থেকে ছিটকে পড়ে প্রান গেল যুবকের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে দ্বীপ বাবু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

রোববার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

দ্বীপ বাবু মহানগরীর বোয়ালিয়া থানার হেতমখাঁ হরিজনপল্লীর আমির লালের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা পাঠার মোড় এলাকার ফুটপাতে অনেকেই মর্নিং ওয়ার্ক করছিলেন।

 

রাজশাহী রেলওয়ে থানার ওসি গোপাল কর্মকার জানান, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ট্রেনের ইঞ্জিনের বসেছিলেন ওই যুবক। হঠাৎ পাঠার মোড়ে ইঞ্জিন থেকে ছিটকে ট্রেনের নিচে পড়ে যান তিনি। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

 

এ সময় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেনের ইঞ্জিনের ওপর বসে ছিলেন ওই যুবক। ট্রেনটি ডিঙ্গাডোবা এলাকায় পৌঁছালে চলন্ত ইঞ্জিনের ওপর থেকে হঠাৎ দ্বীপ বাবু রেললাইনের ওপর ছিটকে পড়ে যান।

 

পরে ওই ট্রেনেই কাটা পড়ে তার মৃত্যু হয়। সবার ধারণা ও যুবক মানসিক ভারসাম্যহীন।

 

রাজশাহীর গভার্নমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার কর্মকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা নিহত যুবকের সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে খবর পেয়ে নিহত যুবকের বাড়ির লোকজনও থানায় আসে। এ সময় তার নাম পরিচয়ও শনাক্ত করা হয়। নিহত যুবকের পরিবারের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991