চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার নব-নির্মিত ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের উদ্বোধন করেন হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনের সাংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম (এমপি)
৬ (আগষ্ট) শনিবার দিনব্যাপী হাজীগঞ্জ পৌরসভার বলাখাল জে.এন.উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়, ও বলাখাল নূরে মদিনা নেছারিয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনের সংসদ, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম বলেন-ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে শুধু বিদ্যুৎ নয় খাদ্য দ্রব্যের উর্ধ্বগতি হবে। সাময়িক এই সমস্যার জন্য সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান করেন তিনি ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত মহিলা বীর মুক্তিযুদ্ধা ডা.বদরুন নাহার চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, চাঁদপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটারিয়ান আহসান হাবীব অরুন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, বলাখাল জে.এন.উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খদেজা বেগম, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, বলাখাল নূরে মদিনা নেছারিয়া আলিম মাদ্রাসা গর্ভনিং বডির সভাপতি বীরমুক্তিযুদ্ধা জুলফিকার আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবাইর সৈয়দ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন বতু, ৩নং কালচোঁ উত্তর ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া, ৫নং হাজীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন, ৬নং বড়কুল পূর্ব ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান, ৮নং হাটিলা পূর্ব ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সহ পৌর ও উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।