শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
ঘোষনা
গোমস্তাপুরে জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা। ঝিনাইদহে গৃহবধুকে মারধর করে বিবস্ত্র করার অভিযোগ ঢাকা–১৬: নির্বাচনী ষড়যন্ত্রের অভিযোগ আমিনুল হকের, পল্লবীতে গণমিছিল ব্রাহ্মণবাড়িয়া য় আদিপত্য বিস্তার কে কেন্দ্র করে গলা কেটে হত্যা: নেপথ্যে রাজনৈতিক কোন্দল । ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নারী সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা হাসপাতালে ভর্তি, অভিযুক্তের গ্রেফতারের দাবি উখিয়া থাইংখালীতে অবৈধ পাহাড় কেটে মাটি পাচার – ডাম্পার জব্দ ইউপি সদস্য পেয়ারা বেগম খুন: দুই স্ত্রীর গৃহকলহে জড়িত যুবদল নেতা স্বামী পলাতক!” হাজীগঞ্জ থেকে কাঞ্চনপাড়া গামী রোডের বেহাল দশা,নজর নেই কারো সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থী শাহজাহান শিবলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা সম্পন্ন চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসন থেকে… ‘মানুষের সেবাই বিএনপির রাজনীতি। বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’ পিবিআইয়ে বড় রদবদল: ৬ এসপি বদলি, ১ ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতি সেহলী পারভীন এর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ঢাকা-৫ আসনে আলহাজ্ব নবী উল্লাহ নবীর ধানের শীষ প্রতীকের গণমিছিলের ঘোষণা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদের আহ্বান মাধবপুরে ৪০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২ হারানো বিজ্ঞপ্তি দেশীয় জাত থেকে আধুনিক উদ্ভাবন: প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান আমিনুল হকের ঢাকা-ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প: কম্পন অনুভূত কয়েক সেকেন্ড, বড় কোনো ক্ষয়ক্ষতির খবর নেই ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ভাবগাম্ভীর্যে ৪২তম ঐতিহাসিক জেলা আন্দোলন ও শহীদ পলু দিবস পালিত

চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসন থেকে… ‘মানুষের সেবাই বিএনপির রাজনীতি। বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

সাখাওয়াত ভ্রাম্যমান প্রতিনিধি ফরিদগঞ্জ চাঁদপুর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসচেতনতা সৃষ্টি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে পাইকপাড়া উত্তর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উপাধিপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রকৃত অর্থে মানুষের সেবাই বিএনপির রাজনীতি। বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, এখনো আছে এবং আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালখনন কর্মসূচিতে ফরিদগঞ্জে এসেছিলেন। তাঁর রাজনীতি ছিল গ্রামকেন্দ্রিক। সেই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্রকাঠামো পরিচালনার ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ বিশ্বের বুকে একটি স্বনির্ভর জাতি হিসেবে মর্যাদা লাভ করবে।”

লায়ন মো. হারুনুর রশিদ আরও বলেন, “২০০৮ সালের নির্বাচনে আপনাদের ভোটে বিজয়ী হয়ে সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সরকারি কোনো অর্থ আত্মসাৎ বা জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ কেউ করতে পারবে না। আপনাদের ভালোবাসাই আমাকে বারবার আপনাদের কাছে টেনে আনে। বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে না পারার বেদনা দূর করতে আগামী ২০২৬ সালের নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।”

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের রুবেল এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক নান্নু দেওয়ান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কাজি, তাঁতী দলের কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান, মহিলা দলের শারমিন করিম, মাহমুদা বেগম পারুল, মিতা বেগম, ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর মজুমদার প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন— বিএনপি নেতা সেলিম মাহমুদ রাঢ়ী, মজিবুর রহমান মজিব, এমএ টুটুল পাটওয়ারী, পেয়ার আহমেদ গাজী, শাহাদাত হোসেন, হারুন পাঠান, মোহাম্মদ আলী মৃধা, ইকবাল হোসেন পাটওয়ারী, নাছির মেম্বার, যুবদল নেতা সোহেল খান, এমএ কাইয়ুম, মশিউর রহমান রিপন, শাওন পাঠান, নাজিম ভুইয়া, মোহাম্মদ হোসেন পাটওয়ারী, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম স্বপন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিন আহমেদ ভুইয়া, সাইফুল ইসলাম সুমন, আব্দুল গাফ্ফার, মহসিন ক্বারী, সাখাওয়াত হোসেন, মনির হোসেন, আব্দুল হাই, রুবেল, শফিক, আহসান উল্লাহ রাকিব, মহিলা দলের ফরিদা পারভিন, কুসুম, ইউনিয়ন বিএনপির জাহাঙ্গীর মজুমদার, কামরুল মজুমদার, মিজান পাঠান, বোরহান মজুমদার, মনির হোসেন, মাসুদ কাজি, আবুল হোসেন ভুইয়া, নাছির সর্দার, মকবুল মেম্বার, আব্দুল্লাহ আল মামুন, মামুন মিজি, ছোটন আহমেদ, মিতা মেম্বার, নূরজাহান মেম্বার, মিনু বেগম, আব্দুল কাদির মজুমদার, হুমায়ুন গাজী, শেখ ফরিদ, হাবিব, শিহাব, স্বপন, জাহাঙ্গীরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া এলাকার কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991