স্টাফ রিপোর্টারঃ সিপিসি-১,চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫ রাজশাহীর একটি অপারশন দল অদ্য ১৪ মার্চ ২০২২ ইং তারিখ ২১:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যর ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন রানীহাটি ইউনিয়নের চুনাখালী গ্রাম চুনাখালী মহজনপাড়া গটিপাড়া খলিফা পাড়া গারসের পূর্ব দিক রাস্তার উপর কাম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মাঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরাধী অভিযান পরিচালনা কর (ক) গাঁজা-১.৯ কজি (খ) মোবাইল-০২ টি (গ) সীমকার্ড-০৪টিসহ আসামী ১। মাঃ মছর আলি (২৬), পিতা- মা: মিজানুর রহমান মাতা-মাছা: জুলখা বেগম, গ্রাম-চুনাখালী ফকির পাড়া, ইউপি-রানীহাটি, ২। মাঃ সলিম ইসলাম (২৫), পিতা- মা: আব্দুর সবুর, মাতা-মাছা:নুর বানু, গ্রাম-চুনাখালী বাঘার পাড়া ইউপি রানীহাটি উভয় থানা ও জলা- চাঁপাইনবাবগঞ্জথক হাতেনাতে গ্রফতার করে।
জিজ্ঞাসাবাদ সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দশ্য তাদের নিজ হফাজত রেখে মর্মৈ সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।
উল্লিখিত জব্দকৃত আলামত গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দশ্য তার নিজ হেফাজতে রেখে যুব সমাজকে বিপথগামী করছে।
উপরাক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।