চাঁপাইনবাবগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধিঃ আজ ১৪/৩/২০২২ ইং রোজ সোমবার, চাঁপাইনবাবগঞ্জে অন্যান্য বছরের চেয়ে,এই বছরে আমের মুকুল কম হওয়ায় দুশ্চিন্তার মধ্যে দিন কাটছিলেন আম ব্যাবসায়ীদের হঠাৎ কয়েক সপ্তাহের ব্যবধানে আবহাওয়া ভালো থাকায় আম ব্যবসায়ীদের মনে স্বস্তি ফিরে আসেন তারা বলেন মুকুল কম হয়েছে তাতে কোনো চিন্তা নেই কারণ যেটুকু আম মকুল আছে সেটি ঠিকমত পরিচর্চা করিলে আল্লাহর অশেষ রহমতে,বাজারে সঠিক দামে বিক্রয় করিয়া লাভবানের আশা করছি, তাইতো আম পরিচচা ব্যস্ত দিন কাটাচ্ছে আম ব্যবসায়ীরা।