মোঃ মাইনুল ইসলাম লালটু সিনিয়র স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১০ নম্বর মনাকষা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ ২০২৫) হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মী সম্মেলন আয়োজন করা হয়।
সম্মেলনে মনাকষা শাখার কৃষক দলের আহ্বায়ক
মো. বাসিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সভাটি সঞ্চালনা করেন কৃষক দলের মনাকষা শাখার সদস্য সচিব মো. আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনাকষা ইউনিয়নের বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ আব্দুস সালাম,সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনাকষা ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মো. মঈনউদ্দীন আহম্মদ গেদু। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম। সেচ্ছাসেবক দলের শিবগঞ্জ শাখার যুগ্ন আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজু,আরো উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম, মোঃ আসমাউল,মোঃ আব্দুর রশিদ, মোঃ ফারুক আহম্মেদসহ আরো অনেকে। প্রধান বক্তা মোঃ রেজাউল করিম সম্মেলনে বক্তারা কৃষকদের ন্যায়সঙ্গত অধিকার, সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা বর্তমান কৃষি ব্যবস্থার নানা সমস্যা ও সমাধানের বিষয়ে মতবিনিময় করেন এবং কৃষক দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক দল ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।